পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপ; গ্যাস নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি
(last modified Sun, 04 Sep 2022 02:04:17 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২২ ০৮:০৪ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি
    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি বলেছেন, রাশিয়া যদি বাল্টিক সাগরে তার মূল পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আবার শুরু না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে ইইউ। তিনি ইউরোপে গ্যাস রপ্তানি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ইউরোপ ভয় পায় না।

তিনি পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বললেও ইউরোপ ঠিক কী ব্যবস্থা নেবে তা জানাতে পারেননি। আসন্ন শীতকে সামনে রেখে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।  

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানী কোম্পানি গ্যাসপ্রম সম্প্রতি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে। রাশিয়া বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনের টারবাইনে সমস্যা দেখা দেয়ায় ওই পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানো যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ওই টারবাইন কানাডা থেকে আনা যাচ্ছে না বলেও দাবি করেছে মস্কো।

গ্যাসপ্রম আরো বলেছে, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপ লাইনে ছিদ্র ধরা পড়েছে এবং তা মেরামত না করা পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।

নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগর হয়ে রাশিয়ার গ্যাস প্রথমে জার্মানিতে প্রবেশ করে

রাশিয়ার বক্তব্য অনুযায়ী, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে। গত তিন দিনেরও বেশি সময় ধরে পাইপলাইনটি বন্ধ রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস সরাসরি জার্মানিতে প্রবেশ করে এবং এরপর ইউরোপের আরো কয়েকটি দেশে সরবরাহ করা হয়।

রাশিয়া এই পাইপলাইনে মেরামত কাজ করতে হবে বলে যে দাবি করেছে ইইউ তা প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মস্কো। ইউরোপ যাতে এ যুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করে দেয় সেজন্য রাশিয়া একটি অজুহাত দাঁড় করিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।