রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i117192-রাশিয়ার_পরমাণু_অস্ত্র_ব্যবহারের_প্রস্তুতি_সংক্রান্ত_প্রমাণ_নেই_আমেরিকা
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২২ ০৯:৪২ Asia/Dhaka
  • ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ
    ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ।

ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে এবং মস্কো বারবার তার পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে তখন একথা জানালেন জুলিয়ান স্মিথ। তিনি বলেন, এই মুহূর্তে আমরা এমন কোনো আলামত দেখতে পাচ্ছি না যা দিয়ে প্রমাণ করা যাবে যে, রাশিয়া তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যবহার করতে চায়।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, তা সত্ত্বেও ন্যাটো জোট সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছে। একইসঙ্গে তিনি এই প্রতিশ্রুতিও দেন যে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে যাবে। স্মিথ বলেন, আমরা রাশিয়াকে এই বার্তাও দিয়ে যাচ্ছি যে, দেশটি যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে বসে তাহলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার বলেছিলেন, তার দেশ বিশ্বকে কোনো হুমকি দিচ্ছে না যদিও মস্কোর কাছে সর্বাধুনিক ও সর্বোন্নত পরমাণু অস্ত্র রয়েছে যার প্রথম কাজ আত্মরক্ষা করা। পুতিনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, রুশ প্রেসিডেন্ট দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বক্তব্য দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪