রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগে ব্যবহৃত সমরাস্ত্রের আধুনিকায়ন করে যাবে’
https://parstoday.ir/bn/news/world-i118282-রাশিয়া_পরমাণু_অস্ত্র_প্রয়োগে_ব্যবহৃত_সমরাস্ত্রের_আধুনিকায়ন_করে_যাবে’
রাশিয়া চলতি বছর তার পরমাণু অস্ত্র প্রয়োগের কাজে ব্যবহৃত তিনটি সমরাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন যখন রুশ সেনাদের প্রতিহত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে ভারী ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাওয়ার চেষ্টা করছে তখন এ ঘোষণা দিলেন শোইগু।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  • প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
    প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

রাশিয়া চলতি বছর তার পরমাণু অস্ত্র প্রয়োগের কাজে ব্যবহৃত তিনটি সমরাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন যখন রুশ সেনাদের প্রতিহত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে ভারী ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাওয়ার চেষ্টা করছে তখন এ ঘোষণা দিলেন শোইগু।

তিনি গতকাল (মঙ্গলবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও কৌশলগত বোমারু বিমানের আধুনিকায়নের কাজ চালিয়ে যাবে। পরমাণু অস্ত্র বহন করে তা কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রয়োগ করার জন্য এই তিনটি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পরমাণু অস্ত্র আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখার একমাত্র রক্ষাকবজ।” বর্তমানে এই তিন যুদ্ধাস্ত্র যে অবস্থায় আছে তাতে সন্তোষ প্রকাশ করে শোইগু বলেন, সময়ের দাবি পূরণে এগুলোর উন্নয়ন ঘটানো হবে।

পরমাণু অস্ত্রের পাশাপাশি প্রচলিত অস্ত্র সম্পর্কেও কথা বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, রাশিয়া এই মুহূর্তে তার বিমান বাহিনীর সক্ষমতাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বিমান বাহিনীর হামলা চালানোর ক্ষমতা, এর কমান্ড, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশিক্ষণকে যুগপোযোগী করার চেষ্টা চলছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী এমন সময় তার দেশের পরমাণু অস্ত্র প্রয়োগ করার ব্যবস্থার উন্নয়নের প্রত্যয় জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করে এ অভিযানের কারণে গোটা পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্য বৈরি অবস্থানে চলে গেছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।