ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে গোলাগুলি: নিহত ৩, আহত ৪
https://parstoday.ir/bn/news/world-i119044-ক্যালিফোর্নিয়ার_বেভারলি_হিলসে_গোলাগুলি_নিহত_৩_আহত_৪
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস এলাকায় একটি বাড়িতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৩ ১৯:৩৮ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে গোলাগুলি: নিহত ৩, আহত ৪

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলস এলাকায় একটি বাড়িতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

স্বল্প মেয়াদি ভাড়া বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে একটি গাড়ির ভেতর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গোলাগুলির কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল থেকে কয়েকটি গাড়ি বিভিন্ন দিকে ছুটে যায়। এই গোলাগুলির ঘটনা এমন এলাকায় ঘটেছে যেখানে অত্যন্ত দামী সব বাড়িঘর অবস্থিত।
পুলিশের ধারণা স্বল্পমেয়াদি কোনো ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই এলাকায় একটি বাড়ি এক সপ্তাহের জন্য কমপক্ষে ১০ হাজার ডলারে ভাড়া হয়।

এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় একের পর এক বন্দুক হামলা হয়েছে এবং অন্তত তিন দিনের ব্যবধানে ১৯ জন নিহত হয়।#

পার্সটুডে/এসএ/২৯

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।