নিশ্চিত করেছেন ফ্রান্সের মন্ত্রী
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চান ফরাসি প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ফ্রান্স ব্রিকস জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছে।
ফরাসি প্রেসিডেন্টকে যদি এই সম্মেলনে যোগ দেয়ার অনুমতি দেয়া হয় তাহলে তিনি হবেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের প্রথম কোনো নেতা যিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা জানিয়েছেন যে, ফরাসি প্রেসিডেন্টের সম্মেলনে যোগ দেয়ার আগ্রহের কথা তিনি দক্ষিণ আফ্রিকাকে অবহিত করেছেন।
কলোনা জানান, ইমানুয়েল ম্যাক্রন শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চান। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান ক্যাথেরিন কলোনা।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।