ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সহজ জয়
https://parstoday.ir/bn/news/world-i128990-ক্রিকেট_বিশ্বকাপের_উদ্বোধনী_ম্যাচে_ইংল্যান্ডের_বিপক্ষে_নিউজিল্যান্ডের_সহজ_জয়
রাচিন রবিন্দ্র ও ডেভন কনওয়েলের জোড়া সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৫, ২০২৩ ২১:১৭ Asia/Dhaka
  • রাচিন রবিন্দ্র ও ডেভন কনওয়েলের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়
    রাচিন রবিন্দ্র ও ডেভন কনওয়েলের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

রাচিন রবিন্দ্র ও ডেভন কনওয়েলের জোড়া সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

আজ (বৃহস্পতিবার) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২৮২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাবেক অধিনায়ক জো রুট। জবাবে ৮২  বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর রাচিন রবিন্দ্রকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ২১১ বলে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮২ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভন কনওয়ে। 

নিউজিল্যান্ডের ৯ উইকেটের বিশাল জয়ে ১২১ বলে ১৯টি চার আর ৩টি ছক্বার সাহায্যে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৯৬ বলে ১১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১২৩ রানের লড়াকু ইনিংস খেলেন রাচিন রবিন্দ্র।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাচিন রবিন্দ্র

এর আগে, ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন ইংলিশ ওপেনার বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে এই জুটিকে ৪০ এর বেশি করতে দেননি হ্যানরি নিকলস। এই কিউই পেসারের লেংথ বলে আউট সাইড এজ হয়ে আউট হয়েছেন ২৪ বলে ১৪ রান করা মালান। এরপর বেয়ারস্টো বেশিদূর এগোতে পারেননি। তাকে ফিরিয়েছেন মিচেল স্যান্টনার। 

নিউজিল্যান্ডের এই স্পিনারের কুইকার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন ইংল্যান্ডের এই ওপেনার। হ্যারি ব্রুক ২৫ ও মঈন আলী ১১ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। যদিও একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডের রানের চাকা সচল রেখেছিলেন রুট।

এই অভিজ্ঞ ব্যাটার একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৮৬ বলে ৭৭ রানের ইনিংস। ১টি ছক্কা ও ৪টি চারে এই রান করেছেন তিনি। তাকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন গ্ল্যান ফিলিপ্স। এরপর জস বাটলারের ৪২ বলে ৪৩ রান, লিয়াম লিভিংস্টোন (২০), আদিল রশিদ (১৫), স্যাম কারানদের (১৪) ছোট ছোট ইনিংসগুলোতে ভর দিয়ে ২৮২ রান করতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নিউজিল্যান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন হেনরি। দুটি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস।

ব্যাট হাতে ১২৩ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাচিন রবিন্দ্র।

পার্সটুডে/আশরাফুর রহমান/৫