ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ৪ পুলিশ নিহত; জোড়া বোমায় ঝরল ২৮ প্রাণ
https://parstoday.ir/bn/news/world-i134254-ভোটকেন্দ্রের_নিরাপত্তায়_নিয়োজিত_৪_পুলিশ_নিহত_জোড়া_বোমায়_ঝরল_২৮_প্রাণ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী প্রার্থীদের কার্যালয়ের কাছে জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রাক্কালে গতকাল (বুধবার) এসব হামলা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ৪ পুলিশ নিহত; জোড়া বোমায় ঝরল ২৮ প্রাণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী প্রার্থীদের কার্যালয়ের কাছে জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রাক্কালে গতকাল (বুধবার) এসব হামলা হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন, প্রথম বোমাটি বিস্ফোরিত হয়েছে পিশিন জেলা থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আসফান্দিয়ার খান কাকারের কার্যালয়ের সামনে। আফগান সীমান্তবর্তী এই হামলায় ১৬ জন নিহত হয়।

এদিকে, কিল্লা সাইফুল্লাহ এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে এবং তাতে জমিয়তে উলামায়ে ইসলাম পার্টির নির্বাচনী কার্যালয়কে টার্গেট করা হয়। ওই হামলায় ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

এদিকে, আজ নির্বাচনের দিনে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বোমা হামলায় চার পুলিশ নিহত এবং ৬ জন আহত হয়েছে। এসব পুলিশ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল। এরইমধ্যে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়নের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, পাকিস্তানের নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে নানা ধরনের সহিংসতা এবং গোলযোগের খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ইন্টারনেট ব্যবস্থা অচল করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।