ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে
https://parstoday.ir/bn/news/world-i134992-ফিলিস্তিনিদের_দুর্ভিক্ষে_ফেলার_জন্য_ইসরাইলকে_জবাবদিহিতার_আওতায়_আনতেই_হবে
জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৩:৪২ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে

জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

গতকাল (মঙ্গলবার) ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকেই এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে।

ফাখরি বলেন, "অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ, গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই।" তিনি আরো বলেন, “কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরাইল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছে।”#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।