ট্রাম্প কি ইউরোপকে শত্রু মনে করছে?
-
ট্রাম্প
পার্সটুডে- ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর সিনিয়র বিশ্লেষক সতর্ক করে বলেছেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে কেবল উদাসীনতাই নয়, বরং তা শত্রুতামূলক।
পত্রিকাটির বিশ্লেষক জনাথন ফ্রিডল্যান্ড সতর্ক করে বলেন- ইউরোপীয় নেতাদের এখন এই বাস্তবতার মুখোমুখি হতে হবে যে, ডোনাল্ড ট্রাম্প আর শুধু ইউরোপ সম্পর্কে উদাসীন নন বরং তিনি একটি শত্রুতামূলক নীতি গ্রহণ করেছেন এবং হোয়াইট হাউস এখন ট্রাম্পের নেতৃত্বে ইউরোপে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে চান এবং সরকার উৎখাত করার পুরনো মার্কিন নীতির বাস্তবায়ন করতে চান।
ফ্রিডল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে আর ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বীদের যেমন চীন এবং রাশিয়ার দিকে মনোনিবেশ করছে না বরং ইউরোপকে “সাংস্কৃতিক ও সভ্যতার শত্রু” হিসেবে চিহ্নিত করে এই অঞ্চলকে “সংশোধন” করার জন্য ডানপন্থী দলের প্রতি সমর্থন প্রদান করছে।
এই বিশ্লেষক ইউরোপীয় নেতাদেরকে বিশেষকরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সতর্ক করে বলেছেন- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অসম্মানজনক আচরণ এবং ট্রাম্পের নয়া কৌশল থেকে এখন যে বিষয়টি স্পষ্ট তা হলো আমেরিকা এখন আর ইউরোপকে মিত্র হিসেবে নয় বরং শত্রু হিসেবে গণ্য করে।
গার্ডিয়ান-এর বিশ্লেষকের বার্তাটি স্পষ্ট- ইউরোপকে এখন এমন একটি মার্কিন সরকারকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে, যা রাজনৈতিক এবং আদর্শিক উপকরণ দিয়ে ইউরোপের শক্তির কাঠামো এবং মৌলিক মূল্যবোধকে পরিবর্তন করতে চায়।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।