মার্কিন বিবৃতি নাকচ করল রাশিয়া; হামলাকে ‘সন্দেহজনক’ বলেছেন চুরকিন
-
ভিতালি চুরকিন
সিরিয়ার দেইর আজ-জোরে সেনা অবস্থানে হামলার পর রাশিয়া বলেছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা খুবই সন্দেহজনক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অবকাশে সাংবাদিকদেরকে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, হামলার ধরণ দেখে মনে হয় না এটি ভুলবশত হামলা।
তিনি জোর দিয়ে বলেছেন, “এটি খুবই সন্দেহজনক এবং এ সময়ে আমেরিকা বিশেষ হামলার জন্য এ সময়টিকে বেছে নিয়েছে।” চুরকিন আরো বলেন, “বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দুদিন আগে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি পূর্ণ বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হওয়ার পর এটি কোনো দুর্ঘটনা হতে পারে না।”
সিরিয়ায় সেনা অবস্থানে হামলার ঘটনায় মার্কিন সামরিক বাহিনী দুঃখ প্রকাশ করে বলেছে, তারা ভুলবশত এ হামলা করেছে এবং রাশিয়ার কর্মকর্তাদের বার্তা পাওয়ার পরপরই হামলা বন্ধ করেছে।
চুরকিন সুস্পষ্ট করে বলেছেন, “১৯ সেপ্টেম্বর জয়েন্ট ইমপ্লিমেন্টশন গ্রুপের কাজ শুরুর কথা ছিল। অতএব, আমেরিকা যদি দেইর আজ-জোর অথবা অন্য কোথাও আন-নুসরা কিংবা দয়েশের ওপর কার্যকর হামলা চালাতে চায় তাহলে তাদেরকে আরো দুটি দিন অপেক্ষা করা দরকার ছিল এবং আমাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ ধরনের অপরিণামদর্শী হামলার পরিবর্তে তারা নিশ্চিত হতো যে, তারা সঠিক ব্যক্তিদের ওপর হামলা চালোচ্ছে।”
সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালানোর ঘটনায় সংক্ষিপ্তভাবে দুঃখ প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলার মধ্যেই পরিষ্কার হয়েছে যে, মার্কিন বাহিনী ভুল করে এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, সিরিয়ার অবস্থান লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে কখনই এ হামলা হয় নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসার জন্য রুশ আহ্বানকে ‘লোকদেখানো’ ও ‘চমকবাজি’ বলে আখ্যা দেন। তিনি বলেন, রাশিয়া আজ রাতে যে প্রমাণবিহীন দাবি করছে তার মাধ্যমে তারা বোঝাতে চায় যে, দায়েশ-বিরোধী লড়াইকে আমেরিকা যেকোনোভাবে হোক নস্যাৎ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮