‘টহল বাড়াতে কৃষ্ণ সাগরে বাড়তি রণতরী পাঠাবে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i27724-টহল_বাড়াতে_কৃষ্ণ_সাগরে_বাড়তি_রণতরী_পাঠাবে_আমেরিকা’
মার্কিন ভাইস অ্যাডমিরাল জেমস জি ফোগো থার্ড বলেছেন, কৃষ্ণ সাগরে আরো রণতরী পাঠাতে পারে আমেরিকা। ওই এলাকায় টহল সময় বাড়ানোর জন্য বাড়তি রণতরী পাঠানো হবে বলে জানান তিনি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৬ ০৯:৫১ Asia/Dhaka
  • ‘টহল বাড়াতে কৃষ্ণ সাগরে বাড়তি রণতরী পাঠাবে আমেরিকা’

মার্কিন ভাইস অ্যাডমিরাল জেমস জি ফোগো থার্ড বলেছেন, কৃষ্ণ সাগরে আরো রণতরী পাঠাতে পারে আমেরিকা। ওই এলাকায় টহল সময় বাড়ানোর জন্য বাড়তি রণতরী পাঠানো হবে বলে জানান তিনি।

ডিফেন্স ফোরাম ২০১৬’র অবকাশে রুশ সংবাদ সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান  তিনি। তিনি আরো বলেন, ওই এলাকার পরিস্থিতির ওপর বাড়তি রণতরী পাঠানোর বিষয় নির্ভর করছে। তিনি  বলেন, পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বাড়তি রণতরী পাঠানো হবে।

২০১৪ সালে ইউক্রেন সংকট দেখা দেয়ার পর থেকেই কৃষ্ণ সাগরে ধারাবাহিক ভাবে রণতরী পাঠাতে শুরু করে আমেরিকা। গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযুক্ত হওয়াকে বা ক্রিমিয়া উপদ্বীপে রুশ সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নিতে অস্বীকার করেছে মস্কো।#

পার্সটুডে/মূসা রেজা/৮