১৯৯৩ সালের পর এই প্রথম সোমালিয়ায় নিহত হলো ১ মার্কিন সেনা
https://parstoday.ir/bn/news/world-i37388
সোমালিয়ায় এক মার্কিন সেনা নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। রাজধানী মোগদিস্যুর কাছে একটি সামরিক ঘাঁটির বাইরে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয় মার্কিন সেনা হতাহতের এ ঘটনা ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৫, ২০১৭ ২১:২৭ Asia/Dhaka
  • ১৯৯৩ সালের পর এই প্রথম সোমালিয়ায় নিহত হলো ১ মার্কিন সেনা

সোমালিয়ায় এক মার্কিন সেনা নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। রাজধানী মোগদিস্যুর কাছে একটি সামরিক ঘাঁটির বাইরে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয় মার্কিন সেনা হতাহতের এ ঘটনা ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে।

১৯৯৩ সালের পর আফ্রিকার দেশটিতে এই প্রথম মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটল। মার্কিন আফ্রিকা কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, মোগাদিস্যু থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে সোমালিয়ার ন্যাশনাল আর্মির সদস্যদের সঙ্গে একটি মিশন পরিচালনার সময়ে তাদের ওপর ক্ষুদ্রপাল্লার অস্ত্র দিয়ে হামলা করা হয়। মার্কিন সেনা সদস্যরা সেখানে কথিত উপদেশ এবং সহায়তামূলক তৎপরতায় জড়িত ছিল বলে জানান হয়েছে। অবশ্য ঘটনার কোনো বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।

তাকফিরি সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীকে সহায়তার নামে কমান্ডোদের একটি ক্ষুদ্র দলকে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় মোতায়েন রেখেছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/৫