মার্কিন নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য ও ক্ষতিকর: মস্কো
https://parstoday.ir/bn/news/world-i42786-মার্কিন_নিষেধাজ্ঞা_অগ্রহণযোগ্য_ও_ক্ষতিকর_মস্কো
রাশিয়ার ওপর প্রস্তাবিত নয়া মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অগঠনমূলক ও দুই দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেছে মস্কো।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়ার ওপর প্রস্তাবিত নয়া মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অগঠনমূলক ও দুই দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মার্কিন কংগ্রেস মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা দ্বিপক্ষীয় স্বার্থ ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।  

তিনি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপকে মস্কো ‘অগ্রহণযোগ্য’ ও ‘অত্যন্ত নেতিবাচক’ বলে অভিহিত করছে।

গত শনিবার মার্কিন কংগ্রেস সদস্যরা ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করেছেন।  আজ আরো পরে এ সংক্রান্ত চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

মার্কিন সিনেট গত ১৫ জুন ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করে প্রস্তাব পাশ করে। পরে রিপাবলিকান সদস্যরা ওই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়াকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি পিছিয়ে দেয়া হয়।

মার্কিন কংগ্রেসে উত্থাপিত এবারের প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা দেয়া হয়নি।  সাধারণভাবে আমেরিকার প্রেসিডেন্টরা নির্বাহী ক্ষমতাবলে বিশ্বের যেকোনো দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫