পানামাকে ৬-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড, কেইনের হ্যাট্রিক
-
বল হাতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন
প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামাকে ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ইংল্যান্ড। 'জি' গ্রুপের এ ম্যাচে হ্যাট্রিক করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বাধিক ৫ গোল করেছেন তিনি। এর আগে প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক।
আজ (রোববার) নিজনি নাভগোরোদে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটেই জন স্টোনসের চমৎকার গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেইন।
ইংল্যান্ডের পক্ষে তৃতীয় গোলটি করেন তরুণ ফরোয়ার্ড জেসে লিংগার্ড। ৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি। চার মিনিট বাদে চতুর্থ গোল দেন প্রথম গোলদাতা স্টোনস।

প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোলের দেখা পায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে হ্যারি কেইন ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে পঞ্চম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে আবার বল জালে জড়ান ইংলিশ অধিনায়ক। এই গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৭৮ মিনিটে পানামার হয়ে একটি সান্তনা গোল করেন ডিফেন্ডার ফিলিপে ব্যালয়। ফ্রি-কিক থেকে পাওয়া বলে চমৎকার প্লেসিং শটে গোলটি করে ব্যবধান একটু কমিয়েছেন ঠিক কিন্তু হার এড়াতে পারেননি।

এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। এই গ্রুপ থেকে বেলজিয়ামও দুই ম্যাচ জিতে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইংল্যান্ডের পয়েন্ট সমান ৬। অন্যদিকে টানা দুই হারে আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামা ও তিউনিশিয়ার।#
পার্সটুডে/ আশরাফুর রহমান/২৪