নিউজিল্যান্ডে অস্ত্র আইন পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i68884-নিউজিল্যান্ডে_অস্ত্র_আইন_পরিবর্তনের_প্রতিশ্রুতি_দিলেন_প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের দু'টি মসজিদে সন্ত্রাসী হামলার পর অস্ত্র আইনে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। আজ (শনিবার) তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ০৯:৩৩ Asia/Dhaka
  • নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের দু'টি মসজিদে সন্ত্রাসী হামলার পর অস্ত্র আইনে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। আজ (শনিবার) তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান হামলাকারী গতকালের হামলায় পাঁচটি বন্দুক ব্যবহার করেছে যার দু’টি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ও দু'টি শটগান। অস্ত্রগুলো লাইসেন্স করা বলে তিনি জানান।

আর্ডান বলেন, এখন একটি জিনিস পরিষ্কার, আমাদের অস্ত্র আইন পরিবর্তন আনা হবে। পরিবর্তনের এখনই সময়।এ সময় তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

হামলা পরবর্তী উদ্ধার তৎপরতা

গতকাল (শুক্রবার) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হন। এদের মধ্যে অন্তত দুই বাংলাদেশি রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি আছেন। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন