ইউরোপ ও আমেরিকার অস্ত্র বিক্রির তীব্র সমালোচনায় পোপ ফ্রান্সিস
-
পোপ ফ্রান্সিস
আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ পাশ্চাত্যের অন্যান্য দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশ, মিশর, জর্দান ও ইসরাইল সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে থাকে। গত কয়েক দশক ধরে পাশ্চাত্যের এ দেশগুলো সবসময়ই মধ্যপ্রাচ্যের বিশাল অস্ত্রের বাজার ধরে রাখার চেষ্টা করেছে।
কিন্তু এর ভয়াবহ পরিণতির ব্যাপারে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "ধনী আমেরিকা ও ইউরোপ অস্ত্র বিক্রি করছে শিশু এবং সাধারণ মানুষ হত্যার জন্য।" তিনি ইতালির মিলান শহরের স্যান কার্লো ইনস্টিটিউটে বক্তৃতা করার সময় পোপ ফ্রান্সিস নজিরবিহীন এ মন্তব্য করেন। পোপ ফ্রান্সিস বলেন, পাশ্চাত্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করছে এবং "ইউরোপ ও আমেরিকা যদি অস্ত্র বিক্রি না করত তাহলে ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে আমরা যুদ্ধ দেখতাম না। এসব যুদ্ধে নিহত প্রতিটি শিশুর মৃত্যুর জন্য, প্রতিটি পরিবার ধ্বংসের জন্য অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর দায় রয়েছে।"
পোপ তার বক্তব্যে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ-বিগ্রহের কথা উল্লেখ করেন যেখানে সিরিয়ায় গৃহযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের দেশগুলোর বিরাট ভূমিকা ছিল অন্যদিকে ইয়েমেনে রক্তক্ষয়ী যুদ্ধেও সৌদি আরবকে সরাসরি সহযোগিতা ও অস্ত্র যোগাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো। রুশ রাজনৈতিক বিশেষজ্ঞ সের্গেই সেইরিবেরোফ বলেছেন, আমেরিকা ও ব্রিটেন ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রি করে আরব দেশগুলোর কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
পাশ্চাত্যের অস্ত্র বিক্রির কারণে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা ব্যাপক বেড়েছে। কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে পাশ্চাত্য এ অঞ্চলের মিত্র দেশগুলোকে অস্ত্র দিচ্ছে। পাশ্চাত্যের সরকারগুলো অস্ত্র বিক্রির মাধ্যমে তাদের অস্ত্র শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ ছাড়া, অস্ত্র নির্মাণকারী দেশগুলো তাদের অর্থনীতির চাকাকেও সচল রাখতে এসব অস্ত্র বিক্রি করছে। পাশ্চাত্যের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, অস্ত্র বিক্রির মাধ্যমে মিত্র দেশগুলোকে পতনের হাত থেকে রক্ষা করা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোকে দমনে সহায়তা করা। এমনকি পাশ্চাত্যের দেশগুলো আরব মিত্র দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও টুঁশব্দটিও করছে না। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮