বিশ্বের ওপর চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের ক্ষতিকর প্রভাব পড়তে পারে: ইরান
https://parstoday.ir/bn/news/world-i70952-বিশ্বের_ওপর_চীন_মার্কিন_বাণিজ্য_যুদ্ধের_ক্ষতিকর_প্রভাব_পড়তে_পারে_ইরান
চীনের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বিগত মাসগুলোতে চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ ছিল আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ যুদ্ধের প্রভাব ওই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গিয়ে বিশ্ব অঙ্গনে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৪, ২০১৯ ১৮:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

চীনের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বিগত মাসগুলোতে চীন ও আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ ছিল আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ যুদ্ধের প্রভাব ওই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গিয়ে বিশ্ব অঙ্গনে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মুসাভি বলেন, প্রাপ্ত তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, চীনের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্য যুদ্ধের ফলে আগামী দু’বছর বৈশ্বিক জিডিপি ৬০ হাজার কোটি ডলার পর্যন্ত হ্রাস পেতে পারে। এতে করে গোটা বিশ্বে দারিদ্র ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন দেশের সচ্ছ্বল মানুষেরও জীবন যাত্রার মান নীচে নেমে যেতে পারে।

বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে মার্কিন সরকার বিশ্বে সংকট সৃষ্টির যে পাঁয়তারা শুরু করেছে তার নিন্দা জানিয়ে ইরানের এ মুখপাত্র বলেন, অন্য দেশের ওপর অপ্রচলিত ব্যয় চাপিয়ে দিয়ে আমেরিকার সাবেক অবস্থান ফিরে পাওয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কাজেই মার্কিন সরকারকে তার বর্তমান নীতিতে পরিবর্তন আনতে হবে।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন সরকার গত বছর চীনা পণ্যের ওপর ২০ হাজার কোটি ডলারের শুল্ক আরোপ করে।  চীন পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর ১৬ হাজার কোটি ডলার শুল্ক আরোপ করে। দু’দেশের এই বাণিজ্যিক টানাপড়েন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক ব্যর্থ হয়েছে। দু’দেশের সর্বশেষ বৈঠক পরবর্তী তারিখ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪