‘আমেরিকা বাণিজ্যযুদ্ধ জোরদার করলে শেষ দেখে ছাড়বে চীন’
-
চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়ছেই
মার্কিন সরকার বাণিজ্যযুদ্ধ জোরদার করলে এ যুদ্ধের শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করেছে বেইজিং। চীন থেকে আমদানি করা আরো পণ্যের ওপর শূল্ক আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর চীন এই অঙ্গীকার ব্যক্ত করল।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাও ফেং গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “যদি আমেরিকা ইচ্ছা করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।”

গ্যাও ফেং বলেন, আমেরিকা ব্যাপক চাপ সৃষ্টি করে চলেছে যার কারণে দু দেশের বাণিজ্য আলোচনা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বাণিজ্য আলোচনার ভবিষ্যত এখন ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। তিনি বলেন, চীন বাণিজ্যযুদ্ধ চায় না তবে কাউকে ভয়ও পায় না। নিজের স্বার্থ সুরক্ষায় বেইজিং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলেও তিনি মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, চীন থেকে আমদানি করা ৩০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর নতুন করে বাড়তি শূল্ক আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর চীন বাণিজ্যযুদ্ধের শেষ দেখার কথা বলল।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।