বেড়েছে বাণিজ্য যুদ্ধ: নতুন শুল্ক আরোপ করল আমেরিকা ও চীন
https://parstoday.ir/bn/news/world-i73284-বেড়েছে_বাণিজ্য_যুদ্ধ_নতুন_শুল্ক_আরোপ_করল_আমেরিকা_ও_চীন
চীন এবং আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং দুপক্ষ নতুন করে একে অপরের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ শুরু করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৬:২৬ Asia/Dhaka
  • চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ
    চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ

চীন এবং আমেরিকার মধ্যকার বাণিজ্য যুদ্ধ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং দুপক্ষ নতুন করে একে অপরের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ শুরু করেছে।

আজ (রোববার) মার্কিন সরকার চীনের ১১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর নতুন করে শতকরা ১৫ ভাগ বাড়তি শুল্ক আরোপ করেছে। এসব পণ্যের মধ্যে বেশিরভাগই ভোগ্যপণ্য। জবাবে চীনও মার্কিন জ্বালানি তেলের ওপর শতকরা ৫ ভাগ বাড়তি শূল্ক এবং মার্কিন অন্য পণ্য সামগ্রীর উপর ১০ ভাগ শুল্ক আরোপ করেছে।

এই ছবির মতোই ঝাঁপসা হয়ে আাসছে চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক

আমেরিকা ও চীনের মধ্যে বছরেরও আগে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন তেলের উপর শূল্ক আরোপ করল চীন। এছাড়া, দুপক্ষই চলতি বছরের শেষের দিকে পরস্পরের পণ্যের ওপর আরো বাড়তি শূল্ক আরোপ করার পরিকল্পনা ঘোষণা করেছে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি বলেছে, মার্কিন সরকারের পক্ষ থেকে এসব বাড়তি শূল্ক আরোপের কারণে চীনের উন্নয়ন থেমে থাকবে না। পত্রিকাটি বলছে, চীনের বিস্ফোরণোন্মুখ অর্থনীতি এখানকার বিনিয়োগের ক্ষেত্রকে এত বেশি উর্বর করেছে যে, বিদেশী কোম্পানিগুলো তা উপেক্ষা করতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/১