নিরাপত্তা পরিষদে নতুন চার সদস্য নির্বাচিত, আবারো হেরে গেল কানাডা
(last modified Thu, 18 Jun 2020 13:40:10 GMT )
জুন ১৮, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন চারটি দেশ নির্বাচিত হয়েছে। এসব দেশ হলো- ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড।

দেশ চারটি ২০২১ এবং ২০২২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তবে পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে আবারও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশ কানাডা। এদিকে আফ্রিকা অঞ্চল থেকে জিবুতি এবং কেনিয়া দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আজ (বৃহস্পতিবার) তাদের জন্য নতুন করে নির্বাচনের আয়োজন করা হবে।

পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে কানাডা নয় ববং জিতেছে আয়ারল্যান্ড এবং নরওয়ে। অথচ দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল কানাডা। এ পরাজয়কে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় থেকে ভারত বিনা বাধায় বিজয়ী হয়েছে। জাতিসংঘের ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি দেশের ভোট পেয়েছে ভারত। নিরাপত্তা পরিষদে এখন থেকে ভারত ও চীনকে একসঙ্গেই বসতে হবে। এ মুহূর্তে দেশ দুটির মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে; এমনকি চীনের হামলায় ভারতের ২০ জন সেনা নিহত হয়েছে। নির্বাচনে মেক্সিকো ১৮৭ ভোট পেয়েছে। আফ্রিকা অঞ্চল থেকে একটি দেশ নির্বাচিত হওয়ার কথা থাকলেও জিবুতি ও কেনিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে।

কেনিয়ার পক্ষে সমর্থন রয়েছে আফ্রিকান ইউনিয়নের কিন্তু জিবুতি নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে মরিয়া। নির্বাচনে কেনিয়া পেয়েছে ১১৩টি ভোট এবং জিবুতি পেয়েছে ৭৪ ভোট।#

পার্সটুডে/এসআইবি/১৮