পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপগুলো চীনের: বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i81846-পূর্ব_চীন_সাগরের_বিতর্কিত_দ্বীপগুলো_চীনের_বেইজিং
চীন বলেছে, পূর্ব চীন সাগরের দিয়াউয়ু দ্বীপপুঞ্জ চীনের নিজের ভূখণ্ড এবং সেখানে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ করার অধিকার তার রয়েছে। পূর্ব চীন সাগরের ওই এলাকায় চীন নজিরবিহীন মহড়া চালিয়েছে বলে আমেরিকার একজন সেনা কমান্ডার বক্তব্য দেয়ার পর বেইজিং এ কথা বলল। জাপানে মোতায়েন মার্কিন ওই কমান্ডার বলেছেন, চীনা জাহাজের তৎপরতার ওপর মার্কিন সেনারা পর্যবেক্ষণ করতে পারে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ২৯, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka
  • দিয়াউয়ু দ্বীপপুঞ্জ এলাকায় চীনের একটি টহল জাহাজ
    দিয়াউয়ু দ্বীপপুঞ্জ এলাকায় চীনের একটি টহল জাহাজ

চীন বলেছে, পূর্ব চীন সাগরের দিয়াউয়ু দ্বীপপুঞ্জ চীনের নিজের ভূখণ্ড এবং সেখানে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ করার অধিকার তার রয়েছে। পূর্ব চীন সাগরের ওই এলাকায় চীন নজিরবিহীন মহড়া চালিয়েছে বলে আমেরিকার একজন সেনা কমান্ডার বক্তব্য দেয়ার পর বেইজিং এ কথা বলল। জাপানে মোতায়েন মার্কিন ওই কমান্ডার বলেছেন, চীনা জাহাজের তৎপরতার ওপর মার্কিন সেনারা পর্যবেক্ষণ করতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (বুধবার) মার্কিন সেনা কমান্ডার এ বক্তব্যের জবাবে বলেছেন, বেইজিং আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক নয় এমন কর্মকাণ্ডের পরিবর্তে পূর্ব চীন সাগরের স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহযোগিতা করবে।

দিয়াউয়ু দ্বীপপুঞ্জকে জাপানে সেনকাকু বলা হয় এবং এ দ্বীপপুঞ্জ নিয়ে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে গত কয়েক বছর ধরে মারাত্মকরকমের টানাপোড়েন চলে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২৯