দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ
https://parstoday.ir/bn/news/world-i85330-দায়িত্ব_গ্রহণের_আগেই_ইরানের_অভ্যন্তরীণ_বিষয়ে_বাইডেনের_উপদেষ্টার_হস্তক্ষেপ
দায়িত্ব গ্রহণের আগেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২০ ১৮:৩৮ Asia/Dhaka
  • জ্যাক সুলিভান
    জ্যাক সুলিভান

দায়িত্ব গ্রহণের আগেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন।

বাইডেন সরকারের হবু উপদেষ্টা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে রুহুল্লাহ যাম-কে ফাঁসি দেওয়ার মাধ্যমে আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে। বাইডেন সরকার এ ধরণের কমকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি দাবি করেন।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গত শনিবার রুহুল্লাহ যাম-কে ইরানে ফাঁসি দেওয়া হয়েছে। রুহুল্লাহ যাম দীর্ঘ দিন ধরে ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তিনি এ লক্ষ্যে 'অমাদনিউজ' নামের একটি টেলিগ্রাম চ্যানেলও পরিচালনা করতেন।

বিদেশে বসে নানা ধরণের গুজব প্রচার করতেন এই চ্যানেলের মাধ্যমে। ইরানে সহিংসতা ছড়িতে সহিংসতাকামীদের প্রশিক্ষণও দিতেন তিনি।

রুহুল্লাহ যাম এসব অভিযোগ আদালতে স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেলগুলোসহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়।

ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দারা।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।