পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেল ১৫ ইরানি জেলে
-
মাছ ধরার ট্রলার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১৫ জন জেলে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে ১৪ জন বিমানে করে তেহরানে পৌঁছেছেন। অপর ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় তার ফিরতে আরও কিছু দিন সময় লাগবে।
ইরানের চাবাহার ফ্রি জোনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের প্রধান হামিদ রেজা তুসি এসব তথ্য জানিয়েছেন। চবাহার পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।
হামিদ রেজা তুসি বলেছেন, অবৈধভাবে পাকিস্তানের করাচি বন্দরের পানিসীমায় প্রবেশের দায়ে এসব ইরানিকে আটক করেছিল সেদেশের সরকার। পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় এসব জেলেকে মুক্ত করা সম্ভব হয়েছে। মুক্তিপ্রাপ্ত জেলেদের সবাই সিস্তান-বেলুচিস্তানের বাসিন্দা।

তিনি আরও বলেন, যে জেলে করোনায় আক্রান্ত হয়েছেন তার শারীরিক অবস্থা ভালো। কোয়ারেন্টাইন শেষে তিনি ইরানে ফিরবেন।
তিনি আরও জানিয়েছেন, গত দুই বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় পাকিস্তানের কারাগার থেকে ৭৫ জন নাবিকসহ মোট ৯০ জন ইরানিকে মুক্ত করা সম্ভব হয়েছে। #
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।