মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i86814-মিয়ানমারের_বর্তমান_পরিস্থিতি_নিয়ে_থাইল্যান্ডে_বিক্ষোভ
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আজ থাইল্যান্ডসহ বহু দেশে বিক্ষোভ হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৯:২২ Asia/Dhaka

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আজ থাইল্যান্ডসহ বহু দেশে বিক্ষোভ হয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েকশ সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।