পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েক জন হতাহত
https://parstoday.ir/bn/news/world-i96514-পাকিস্তান_আফগানিস্তান_সীমান্তে_সংঘর্ষে_কয়েক_জন_হতাহত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েকজন হতাহত হয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ তালেবান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে তিন আফগান নাগরিক নিহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৭, ২০২১ ১৯:২২ Asia/Dhaka
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েক জন হতাহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েকজন হতাহত হয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ তালেবান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে তিন আফগান নাগরিক নিহত হয়েছে।

একদল আফগান অবৈধভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোখাম চেকপয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। সূত্রটি দাবি করেছে, চেকপয়েন্টের কাছে একটি পথ দিয়ে ১০ আফগান সীমান্ত অতিক্রম করার পর পাকিস্তানি সেনারা গুলি ছোড়ে।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য ও জনসংযোগ বিভাগ দাবি করেছে, আফগান সীমান্তে সেনাবাহিনীর হামলায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে। তিন জনই সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তানের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করার অনুমতি না দিতেও কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

তালেবান কাবুল দখল করার পর আফগান নাগরিকরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যেই সীমান্তে হতাহতের এ ঘটনা ঘটল। #

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।