‘তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অবশ্যই বাস্তবায়ন করা হবে’  
https://parstoday.ir/bn/news/world-i98394-তাইওয়ানকে_চীনের_সঙ্গে_যুক্ত_করার_প্রচেষ্টা_অবশ্যই_বাস্তবায়ন_করা_হবে’
চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৯, ২০২১ ১৪:৫৯ Asia/Dhaka
  • চীনের প্রেসিডেন্ট জিনপিং
    চীনের প্রেসিডেন্ট জিনপিং

চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন।

রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের বিপ্লব বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় জিনপিং বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে চীনের কাছে ফিরিয়ে আনা হবে। তাইওয়ানের আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে দেশের জনগণ প্রথাগতভাবে বিরোধী বলেও তিনি উল্লেখ করেন।

জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রচেষ্টা মূল খণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং জাতীয় নবজীবনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে মূল খণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে চীনের জনগণের স্বার্থ সংরক্ষণের ভালো পদ্ধতি; এটি তাইওয়ানের লোকজনের জন্যও উপকারি। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন তার নিজের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করবে। চীনের জনগণের প্রতিশ্রুতিকে কারোরই খাটো করে দেখা উচিত হবে না।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।