৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিল নটরডেম কলেজের শিক্ষার্থীরা
(last modified Thu, 25 Nov 2021 11:12:24 GMT )
নভেম্বর ২৫, ২০২১ ১৭:১২ Asia/Dhaka
  • ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিল নটরডেম কলেজের শিক্ষার্থীরা

সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আজ সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

ওদিকে দুপুর নাগাদ নাঈম হাসান নিহতের ঘটনার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এরপর আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে নটরডেম কলেজের শিক্ষার্থীরা আজ সকালে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগরভবন ঘেরাও করে। তারপর রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, নবাবপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে, এ ঘটনায় সহমর্মিতা জানিয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট, মনিপুর এলাকাসহ বিভিন্নস্থানে একাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় দুপুরে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মূল সড়কে অবস্থান নিয়ে হলিক্রস, আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেঁজগাও কমার্স কলেজের শত শত ছাত্র-ছাত্রী দুর্ঘটনায় শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের প্রতিবাদ জানিয়ে ঘাতকদের বিচার, সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়।এ সময় তাদেরকে রাস্তায় মটর সাইকেল ও গাড়ির ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা  করতে দেখা গেছে। ফার্মগেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় অফিসগামী লোকজন হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। ।

উল্লেখ্য, বুধবার দুপুরে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ যায় ১৭ বছরের তরুণ নাঈমের। নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। কামরাঙ্গীরচরের বাসিন্দা শাহ আলমের ছেলে নাঈম দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা নীলক্ষেতের একটি বইয়ের দোকানের মালিক। নাঈমের মৃত্যুর পর তার সহপাঠিরা দুপুর থেকে বিকাল অবধি গুলিস্তানে সড়ক আটকে বিক্ষোভ দেখায়। পরে শিক্ষকরা বুঝিয়ে তাদের সরিয়ে নেন।

ঘটনার পরপরই সিটি করপোরেশনের ওই গাড়িচালক রাসেল খানকে আটক করা হয়। তবে তিনি সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত গাড়িচালক নন বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইনে করা মামলায় রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।’

ওদিকে, চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  তিনজন  কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আর অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

 

পার্সটুডে/আব্দুুর রহমান খান/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ