ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু
(last modified Mon, 03 Jan 2022 12:45:01 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ১৮:৪৫ Asia/Dhaka
  • ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন জানিয়েছেন মৃত ব্যাক্তিরন নাম মোহাম্মদ রাসেল। বয়স ৩৮ বছর। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়া তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এর আগে রোববার বিকালে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আট বছরের শিশু তামিম হাসান। তার পাঁচ বছরের বোন মাহিনুর ঢাকায় আসার পথেই মারা গিয়েছিল। তাদের মা জেসমিন আক্তার এখনও হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার সময় জেসমিন ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভের সন্তানকেও তিনি হারিয়েছেন। ঊল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। অনেকে নদীতে লাফিয়ে প্রাণ বাঁচাতে পারলেও কেবিনে থাকা অধিকাংশ যাত্রী জীবন্ত দগ্ধ হন।

ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে; দগ্ধ বা আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে ১২ জন এখনও বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন বলে ডা.আইয়ুব হোসেন জানান। ওই ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। লঞ্চের মালিক হামজালাল শেখকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মাস্টার ইনচার্জ রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান, চালক মাসুম বিল্লাহ ও আবুল কালামও আদালতে আত্মসমর্পণ করেছে।

এখনো সন্ধান মেলেনি ৩১ ব্যক্তির

এদিকে, অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় ১০ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি ৩১ জন নিখোঁজ ব্যক্তির তাদের স্বজনরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছেন নদীর তীরে, হাসপাতালের মর্গে তাদের বাড়ীতে শোকের ছায়াআহাজারী  আর  বিলাপে ভারী  হয়ে রয়েছে পরিবেশ। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা  হয়েছে #

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।