রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের
https://parstoday.ir/bn/news/bangladesh-i103306-রিয়াজের_শ্বশুরের_আত্মহত্যার_ভিডিও_৬_ঘণ্টার_মধ্যে_সরানোর_নির্দেশ_হাইকোর্টের
বাংলাদেশের মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) আত্মহত্যার ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৩:৫৯ Asia/Dhaka
  • আবু মহসিন খান
    আবু মহসিন খান

বাংলাদেশের মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) আত্মহত্যার ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

গতকাল (বুধবার) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাট থেকে ফেসবুক লাইভে এসে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে পিস্তলের লাইসেন্স,  কাফনের কাপড় এবং একটি 'সুইসাইড নোট' পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ‘সুইসাইড নোটে’ তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

ভবনের কেয়ারটেকার মো. গোলাম রাব্বী জানান, মহসিন খান ওই বাসায় একা থাকতেন। তার বাসায় কোনো কাজের বুয়া বা ড্রাইভার ছিল না। একাই রান্নাবান্না করে একাই থাকতেন। আবার অনেকসময় বাইরে থেকে খাবার আনাতেন। তার একটা প্রাইভেটকার আছে। সেটা তিনি নিজেই ড্রাইভ করতেন।

এদিকে, আজ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে আবু মহসিন খানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক জিনাত তাসনিম জানান, মরদেহের মাথার ভিতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে।

মর্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, "আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মর্গ থেকে মরদেহ ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানের মসজিদে জানাজা হবে। পরে উনার ইচ্ছা অনুযায়ী মোহাম্মদপুর বেরীবাধ কবরস্থানে দাফন করা হবে।"

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।