ঢাকায় আজ থেকে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু
ইসলামী বিপ্লবের ৪৩তম বিজয়বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আজ বিকেল ৩ টায় চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিপ্লব পরবর্তী ইরানি চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নেবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুস সবুর খান ও ড. মো. মুমিত আল রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে বাংলা ডাবিংকৃত 'বডিগার্ড' চলচ্চিত্রটি। 'বডিগার্ড' বাংলায় ডাবিং করেছে প্ল্যাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং। ছবিটির পরিচালক ইব্রাহিম হাতামি কিয়া।
ইরান সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি নং- ০৭, রোড নং-১১ (পুরাতন ৩২), ধানমন্ডি, ঢাকা-১২০৯) আরো যে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে তা হলো-
১৪ ফেব্রুয়ারি, ২০২২
চোর পুলিশ (বাংলা ডাবিংকৃত), পরিচালক: গোলাম হোসেইন লুতফি।
১৫ ফেব্রুয়ারি, ২০২২
জীবন সংগ্রাম (বাংলা ডাবিংকৃত), পরিচালক: শাপুর ঘালিব
১৬ ফেব্রুয়ারি, ২০২২
সো ফার সো ক্লোজ (খেইলী দূর খেইলী নাযদীক), ইংরেজি সাব-টাইটেলযুক্ত
পরিচালক: রেযা মীর কারিমী
১৭ ফেব্রুয়ারি, ২০২২
টুডে (এমরুয), ইংরেজি সাব-টাইটেলযুক্ত
পরিচালক: রেযা মীর কারিমী
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।