কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i104940-কুতুপালং_রোহিঙ্গা_ক্যাম্পের_আগুন_নিয়ন্ত্রণে_দগ্ধ_হয়ে_এক_শিশুর_মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৮, ২০২২ ১৮:৪৪ Asia/Dhaka

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ক্যাম্পের তিন শতাধিক ঘর। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে, কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও ২টি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।#

পার্সুটডে/আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।