নৌ-টার্মিনালে নোঙর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
https://parstoday.ir/bn/news/bangladesh-i105746-নৌ_টার্মিনালে_নোঙর_করা_অবস্থায়_অ্যাডভেঞ্চার_৯_লঞ্চের_আগুন_নিয়ন্ত্রণে
রাজধানীর সদরঘাট নৌ-টার্মিনালে নোঙর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন লাগার দু’ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে নোঙর করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১৬:০৯ Asia/Dhaka
  • নৌ-টার্মিনালে নোঙর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাট নৌ-টার্মিনালে নোঙর করা অবস্থায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন লাগার দু’ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে নোঙর করেছিল।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রোববার বেলা ১০টা ৫৩ মিনিটে  লঞ্চটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঢাকা-বরিশালের রুটে চলাচলকারী এই লঞ্চটিতে আগুন লাগার সময় কোনো যাত্রী ছিলো না। আর লঞ্চের মাস্টার, সুকানি বা অন্যান্য কর্মীরা নিরাপদে নেমে গেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সদরঘাট নৌ থানার এস আই শহিদুল হক জানায় লঞ্চটির তৃতীয় তলার একটি কেবিন থেকে আগুনের সুত্রপাত ঘটে তবে কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পরেনি নৌ পুলিশ আগুন লগার কারণ জানতে সময় লাগবে এর আগে, গত বছরের ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৪৫ জনের বেশি নিহত হয় সরকারি হিসাবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা অন্তত ৩০ ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।