বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i109616-বিএনপি_ক্ষমতায়_গেলে_দলের_চেয়ারপার্সন_খালেদা_জিয়া_প্রধানমন্ত্রী_হবেন_মির্জা_ফখরুল
বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কাকে সরকারপ্রধান করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২২ ০৮:১২ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কাকে সরকারপ্রধান করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

গতকাল (বুধবার) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। ২০ জুন অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কাকে সরকারপ্রধান করবে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচন তো হবেই না যদি হাসিনা ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সে নির্বাচন হবে না। আওয়ামী লীগকে সরে যেতে হবে, নির্বাচনকালে যদি নিরপেক্ষ সরকার হয়, তাহলেই শুধু নির্বাচন হবে। তখনই প্রশ্ন আসবে যে আমাদের প্রধানমন্ত্রী কে হবেন।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কে হবেন, এটা নিয়ে তো প্রশ্ন নেই। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া তিন–তিনবারের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই।’

সরকারি দলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বরং তাদের সংকট আছে, একমাত্র হাসিনা ছাড়া তো কেউ নেই। প্রধানমন্ত্রী চলে গেলে কী যুদ্ধ হয়, সেটা তারাই বলতে পারবেন।’#

পার্সটুডে/এমএমআই/‌২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।