কথাবার্তা: দেশ রক্ষায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি
প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- থেমে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, চালকসহ দুজন নিহত –দৈনিক প্রথম আলো
- শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় চলছে পাঠদান-ইত্তেফাক
- পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জনগণের সঙ্গে তামাশা: ফখরুল- দৈনিক নয়াদিগন্ত
- বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস-দৈনিক যুগান্তর
- দেশ রক্ষায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি-দৈনিক কালেরকণ্ঠ
ভারতের শিরোনাম:
- উত্তেজনা ছড়াচ্ছে চিন’, দৃঢ় ভাবে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা হোয়াইট হাউসের-দৈনিক আনন্দ বাজার পত্রিকা
- ·ভীতসন্ত্রস্ত সলমন! 'মুসেওয়ালা' করে দেওয়ার হুমকি পেতেই পেলেন বন্দুকের লাইসেন্স-দৈনিক আজকাল
- COVID-19: দেশে কমছে করোনার অ্যাকটিভ কেস, স্বাধীনতা দিবসে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
থেমে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, চালকসহ দুজন নিহত –দৈনিক প্রথম আলো
রাজধানীর শ্যামলীতে যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় একটি ট্রাক থেমে ছিল। সেই ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজু। তাঁদের বিস্তারিত নাম–পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।আজ শনিবার ভোরে মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, ভোরে আন্তজেলায় চলাচলকারী একটি ট্রাকের চাকা শ্যামলী এলাকায় ফেটে যায়। ট্রাকচালকের সহকারী চাকার ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে অন্য ট্রাকের ধাক্কায় দুই ট্রাকেরই চালক এবং থেমে থাকা ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন।
দেশ রক্ষায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি-দৈনিক কালেরকণ্ঠ
বাংলাদেশকে বাঁচাতে হলে আদি তিস্তাকে নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস আই খান। আজ শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, নিউ ইয়র্কের আয়োজিত ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পানি বিশেষজ্ঞ ডা. এস আই খান বলেন, আদি তিস্তা ২৪ হাজার কিলোমিটার দীর্ঘ। এই পুরো তিস্তা ভারত ও বাংলাদেশ হয়ে বঙ্গেপোসাগরে গিয়ে মিলিত হয়েছে।
ভারত তাদের দেশের ভেতরে বাঁধ দিয়ে এই নদীর ন্যায্য পানি বাংলাদেশকে দিচ্ছে না। যার কারণে দেশের একটি অঞ্চল পানি শূণ্য হয়ে পরছে। আবার অতি বন্যায় আক্রান্ত হচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।
বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা চোরাচালান হয়: বাজুস-দৈনিক যুগান্তর
প্রতিদিন অবৈধভাবে ২০০ কোটি টাকার সোনা আসছে দেশে। এই হিসেবে বছরে ৭৩ হাজার কোটি টাকার সোনা আসে। যার পুরোটাই প্রতিবেশি দেশগুলোতে পাচার হয়ে যাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল’ এনফোর্সমেন্টের চেয়ারম্যান এনামুল হক খান দোলন।সারা দেশে জুয়েলারি শিল্পের বাজারে অস্থিরতা, চলমান সংকট ও সমস্যা, দেশি-বিদেশি চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম্য, অর্থপাচার ও চোরাচালান বন্ধ এবং কাস্টমসসহ সব আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযানের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় চলছে পাঠদান-ইত্তেফাক
শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় পাঠদান চলছে। বাইরে মানুষজন হাঁটছে। বিভিন্ন শব্দে পেছনের শিক্ষার্থীরা শুনছে না শিক্ষকের পাঠদান। এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ৯০ নম্বর দক্ষিণ সাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বারান্দায় প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীর পাঠদান চলে আসলেও নতুন ভবন নির্মাণসহ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০২১ সালে পান্ডব নদী ভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি স্থানান্তর নিশ্চিত জেনে কর্তৃপক্ষ বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রি করে। এরপর নতুন একটা জায়গায় বিদ্যালয় ভবনটি টিন দিয়ে ৩টি রুম তৈরি করে। কিন্তু কক্ষের অভাবে ছাত্র-ছাত্রী নিয়ে বারান্দায় কিংবা খোলা আকাশের নিচে শ্রেণিকার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। দুই শিফটে ক্লাস নিতে হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জনগণের সঙ্গে তামাশা: ফখরুল- দৈনিক নয়াদিগন্ত
বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেস্তে আছি- পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তি ‘জনগণের সাথে তামাশা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব এরকম প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের যখন প্রতিমুহূর্তে ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বেহেস্তে যাওয়ার কথা বললেন, যে বেহেস্তে আছে। আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি। ইদানিংকালে উনার (পররাষ্ট্র মন্ত্রী) যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে যে, তিনি স্ফিত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীদের যেটা হয়েছে, ‘চিটনাই বেড়ে গেছে’। তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে এই সমস্যা (বিদ্যুতের লোডশেডিং) নিয়ে।
উত্তেজনা ছড়াচ্ছে চিন’, দৃঢ় ভাবে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা হোয়াইট হাউসের-দৈনিক আনন্দ বাজার পত্রিকা
দু’দশক আগে একই কথা বলেছিলেন আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। এ বার তাঁর উত্তরসূরি জো বাইডেনের দফতর থেকেও এক বিবৃতি এল।
বুশের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল— চিন যদি আক্রমণ করে, তখন আমেরিকা কি তাইওয়ানকে রক্ষা করবে? বুশ বলেছিলেন, ‘‘নিশ্চয়ই। চিনা আগ্রাসনের মুখে আত্মরক্ষায় তাইওয়ানকে সাহায্য করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” শুক্রবার, হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ‘হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চিনের তরফে যে ভীতি প্রদর্শন এবং শক্তির আস্ফালন চলছে, তার মোকাবিলা করে শান্তি ও সুস্থিতি ফেরানোর লক্ষ্যে তাইওয়ানের পাশে দাঁড়াতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ।’
চিনা হুঁশিয়ারি উপেক্ষা করে গত ২ অগস্ট তাইওয়ান সফরে গিয়েছিলেন ন্যান্সি। তার পর থেকেই তাইওয়ান প্রণালী এবং পাশের চিন সাগরে বেজিং সামরিক তৎপরতা বাড়িয়েছে। ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে চিনা হামলার আশঙ্কা করছে তাইওয়ান।
COVID-19: দেশে কমছে করোনার অ্যাকটিভ কেস, স্বাধীনতা দিবসে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। একদিন সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে মনে হলেও পরমুহূর্তেই টেস্টিং বৃদ্ধি পেলে বাড়ছে সংক্রমণের হারও। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যানেই সেই ছবিটা স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় যেমন খানিকটা কমেছে সংক্রমণ। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে দিল্লি-সহ কয়েকটি রাজ্যের কোভিড গ্রাফ এখনও চিন্তায় রাখছে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫,৮১৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৬ হাজারের বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে ০.২৭ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩