উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫, আহত ২
https://parstoday.ir/bn/news/bangladesh-i111950
বাংলাদেশের রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে ঢাকা ময়মনসিংহ রোড বিআরটি ফ্লাইওবারের নির্মাণকাজের সময় ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১৫, ২০২২ ১৮:১১ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে ঢাকা ময়মনসিংহ রোড বিআরটি ফ্লাইওবারের নির্মাণকাজের সময় ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন। 

আজ (সোমবার) বিকেল সোয়া ৪টায় বিকাল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গার্ডার পড়ে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পরপর গাড়ি থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গার্ডার সরানোর পর তাদের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। গত শনিবার বিয়ে হয়েছে। 

স্বজনদের আহাজারি

ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান থানার কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর কনে রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুরবাগানে আসরাফউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায়। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।” 

ঘটনার পর কুড়িল ফ্লাইওভার থেকে উত্তরাগামী যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন ট্রাফিক উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক। তিনি বলেন, উত্তরা থেকে সীমিত পরিসরে ঢাকার দিকে যান চলাচল করছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫