কক্সবাজারে ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
-
ট্রলারডুবি
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মুবারক। এ মামলায় ২৪ জনকে এজাহারভুক্তসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর মধ্য গতকাল ট্রলারডুবিতে উদ্ধার রোহিঙ্গাসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।’
মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত তিন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল জীবিত অবস্থায় ৪৫ জনকে উদ্ধার করেছিল কোস্ট গার্ড। উদ্ধার হওয়াদের তথ্য মতে, এই ট্রলারে ৭০ জনের মতো ছিলেন। সেই হিসেবে এখনও ২৪ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে ২০২০ সালে এপ্রিলের শেষে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া সীমান্তে পৌঁছালেও দেশটিতে প্রবেশ করতে না পেরে টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকত থেকে ফিরে আসা ৩৯৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছিল বাংলাদেশ কোস্ট গার্ড। ওই দলের সঙ্গে থাকা অন্তত ৩০ রোহিঙ্গা খাবার ও পানি সংকটে মারা যায় তখন।
এদিকে, বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে এক শিশুর মৃতদেহ ভেসে এসেছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।
কক্সবাজারের উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সমুদ্র সৈকতের মনখালী এলাকায় রাতে এক শিশুর ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। ওই শিশুর বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিল ওই শিশু।
এর আগে ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় সমুদ্র সৈকতে তিন নারীর লাশ ভেসে আসে। তারা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)।
ট্রলারডুবির ঘটনায় হলবনিয়া সমুদ্র সৈকতে কয়েক দফায় ৪৫ জন জীবিত ভেসে আসেন। এর মধ্যে ৪১ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি। বাংলাদেশি চারজন মানবপাচার চক্রের সদস্য বলে জানা গেছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা সাগরে লোকজন ভেসে আসতে দেখে উদ্ধারে এগিয়ে যায়। পরে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় ৪৫ জনকে উদ্ধার করা হয়।
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।