ঢাকায় টিকটকারদের পুল পার্টিতে ইভটিজিংয়ের ঘটনায় তরুণ খুন, গ্রেফতার ৭
https://parstoday.ir/bn/news/bangladesh-i115384-ঢাকায়_টিকটকারদের_পুল_পার্টিতে_ইভটিজিংয়ের_ঘটনায়_তরুণ_খুন_গ্রেফতার_৭
বাংলাদেশে কিশোর টিকটকারদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ০৩, ২০২২ ১৮:০০ Asia/Dhaka
  • ঢাকায় টিকটকারদের পুল পার্টিতে ইভটিজিংয়ের ঘটনায় তরুণ খুন, গ্রেফতার ৭

বাংলাদেশে কিশোর টিকটকারদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ (বৃহস্পতিবার) দুপুরে, ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, গত পয়লা নভেম্বর রাতে টিকটকার শান্তর আমন্ত্রণে ধামরাইয়ে পুল পার্টি করতে যায় গ্রেফতারকৃতরা। পরে ফেরার পথে বাসেই জুনিয়র টিকটকারদের গ্রুপ গাজা সেবন করে। এসময় বাসের এক নারী যাত্রী প্রতিবাদ করলে রাব্বি ছোট ভাইদের এসব করতে নিষেধ করেন। এরপর ওই নারীকেই উত্যক্ত করলে শুরু হয় মারামারি। এক পর্যায়ে রাব্বির ছুরি ছিনিয়ে নিয়ে তাকেই আঘাত করে পালিয়ে যায় ফারুকসহ জুনিয়রদের গ্রুপটি।

মাদক, কিশোর গ্যাং ও টিকটক (লাইকিসহ) এই তিন সামাজিক ব্যাধিতে রীতিমতো বিপর্যস্ত নতুন প্রজন্ম। বিশেষ করে চলমান করোনায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সংকট আরও ঘনীভূত হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ জড়িয়ে পড়ছে এসব অপকর্মে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সমাজ বিজ্ঞানীরা। তবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার ও আগামীতে যাতে এধরনের অপরাধে তারা জড়াতে না পারে সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তবে অভিভাবকদেরও এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।