দেশের অগ্রগতি বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাষ্ট্রদূত গওসোল আযম সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i117324-দেশের_অগ্রগতি_বেগবান_করতে_ঐক্যবদ্ধভাবে_কাজ_করতে_হবে_রাষ্ট্রদূত_গওসোল_আযম_সরকার
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাস দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে। ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপনের শুভ সূচনা করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২২ ১৭:০৪ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার
    রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার

তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাস দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে। ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপনের শুভ সূচনা করেন।

এরপর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, রাষ্ট্রদূত কর্তৃক দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে জুমআ’র নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। 

বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এ দূতাবাসের মিনিস্টার (কমার্স) ড. জুলিয়া মঈন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ব্যক্তিগত কর্মকর্তা এফ এম কামাল হোসাইন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সহকারি কন্সুলার কর্মকর্তা জনাব মো: গোলাম রাব্বানী। 

অনুষ্ঠানের এ পর্যায়ে জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এ দূতাবাসের ব্যক্তিগত কর্মকর্তা এফ এম কামাল হোসাইন, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত ফারাজান্দেহ, সিনিয়র সাংবাদিক এজাজ হোসাইন, দূতাবাসের মিনিস্টার (কমার্স) ড. জুলিয়া মঈন এবং রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার।

কবিতা পাঠ ও গান পরিবেশন করেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ, আবৃত্তি করেন রেডিও তেহরানের উপস্থাপিকা আকতার জাহান এবং গান পরিবেশন করেন এ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন দূতাবাসের প্রথম সচিব মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন। 

বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি দিন। এদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করার দিন। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম, অজস্র প্রাণ আর অনেক ত্যাগের বিনিময়ে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য, পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম গর্বের বাংলাদেশ।

জাতীয় পতাকা উত্তোলন

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা, ত্রিশ লক্ষ শহিদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, বিজয়ের ৫১ বছর পূর্তিতে বাংলাদেশের রয়েছে ঈর্ষণীয় অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস কর্মযজ্ঞে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষি, শিক্ষা, খাদ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্যসহ আর্থ-সামাজিক প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলইট, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অন্যান্য ক্ষেত্রে অসামান্য অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে আজ পরিগণিত হচ্ছে। দেশের এ অগ্রগতিকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের এ পর্যায়ে মুক্তিযুদ্ধ ও দেশের সাফল্যভিত্তিক প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

রেডিও তেহরানের পরিচালক মুজতাবা ইব্রাহিমি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিগণসহ তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি এবং অন্যান্য দেশের শিক্ষার্থীবৃন্দ, ইরানের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ, ইরানে কর্মরত বাংলাদেশি বিভিন্ন পেশাজীবীবৃন্দসহ ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/এনএম/১৭