রমজানে পণ্য-মূল্য নিয়ন্ত্রণে কঠোর অভিযান করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
https://parstoday.ir/bn/news/bangladesh-i119340-রমজানে_পণ্য_মূল্য_নিয়ন্ত্রণে_কঠোর_অভিযান_করবে_জাতীয়_ভোক্তা_অধিকার_সংরক্ষণ_অধিদপ্তর
বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে দিতে হবে। নইলে মসলার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। কারণ দেশের মসলার বাজার সম্পূর্ণ আমদানি নির্ভর। এমন দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৮:৫২ Asia/Dhaka
  • রমজানে পণ্য-মূল্য নিয়ন্ত্রণে কঠোর অভিযান করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বাংলাদেশে আসন্ন রমজান মাসে গরম মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে দিতে হবে। নইলে মসলার বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। কারণ দেশের মসলার বাজার সম্পূর্ণ আমদানি নির্ভর। এমন দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

 আজ সোমবার দুপুরে ঢাকায় গরম মসলার মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। 

রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান আলোচনায় বলেন, গরম মসলার বাজার বেশ কয়েকদিন ধরে অস্থির। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে গরম মসলার বাজার যেন অস্থির না হয় সেই লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়েছে। জিরার দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে গরম মসলার বাজার স্থিতিশীল রাখতে হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অসাধু ব্যবসায়ীরা যদি রমজানে গরম মসলার দাম বৃদ্ধি করেন তাহলে অভিযানের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ফুডগ্রেড রংয়ের পরিবর্তে যদি গার্মেন্টসের রং খাবারে মেশানো হয় তাহলেও কঠোর ব্যবস্থাগ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা থাকতে হবে বলেও জানান তিনি।

ব্যবসায়ীদের দাবির বিষয়ে ভোক্তা অধিকারের ডিজি বলেন, এলসির বিষয়টি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এছাড়া মসলার আমদানির বিষয়ে এলসি খোলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে। এই সমস্যা যেন দ্রুত সমাধান হয় সে বিষয়ে তারা কাজ করছেন বলেও জানানো হয় বৈঠকে। 

রমজানে অভিযান স্থিতিশীলের বিষয়ে তিনি বলেন,  অভিযানের সময় দেখা যায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। দোকান বন্ধ করে চলে যাওয়া মানেই এখানে কোনো একটা সমস্যা রয়েছে। ব্যবসায়ীরা যদি অসাধু উপায়ে মূল্য বৃদ্ধি করা বন্ধ করে ও গার্মেন্টস শিল্পের রং মেশানো না হয় আমরা অবশ্যই অভিযান শিথিল করব। #

পার্সটুডে/নিলয়/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।