স্বপ্ন ভেঙেছে বিএনপির- কাদের; রাজনৈতিক দেউলিয়াত্বে সেলফি নিয়ে উচ্ছসিত আ. লীগ-ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i127942-স্বপ্ন_ভেঙেছে_বিএনপির_কাদের_রাজনৈতিক_দেউলিয়াত্বে_সেলফি_নিয়ে_উচ্ছসিত_আ._লীগ_ফখরুল
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক সেলফিতেই, বিএনপির ইউরোপ আমেরিকার স্বপ্ন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখে ব্যর্থ হয়েছেন তারা। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব কথা বলেন ওবায়দুল কাদের।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১৭:৫৩ Asia/Dhaka
  • স্বপ্ন ভেঙেছে বিএনপির- কাদের; রাজনৈতিক দেউলিয়াত্বে সেলফি নিয়ে উচ্ছসিত আ. লীগ-ফখরুল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক সেলফিতেই, বিএনপির ইউরোপ আমেরিকার স্বপ্ন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখে ব্যর্থ হয়েছেন তারা। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম, চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে। ওবায়দুল কাদের আরো বলেন, কে নিষেধাজ্ঞা দিলো, কে ভিসানীতি প্রয়োগ করলো, এসবে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণের সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ। 

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, বাইডেনের সঙ্গে সেলফি তুলে আওয়ামী লীগ ঢোল পেটাচ্ছে। আজ  রোববার দুপুরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি একথা বলেন। সেলফির জন্য ভিসানীতি পরিবর্তন ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা ওঠেনি বলেও জানান তিনি। এসময় সেন্টমার্টিন ইস্যু তুলো ধরে, সেন্টমার্টিন দ্বীপ না দেয়ায় আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে ফখরুল বলেন, তাহলে এখন কি সেন্টমার্টিন দিয়ে দিচ্ছেন? এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে, ডেঙ্গু প্রতিরোধে ক্ষমতাসীন সরকার ব্যর্থ হয়েছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।