২৮ অক্টোবর তাণ্ডবলীলা প্রমাণের পরও নির্লজ্জ মিথ্যাচার বিএনপির, বিবৃতি কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i130166-২৮_অক্টোবর_তাণ্ডবলীলা_প্রমাণের_পরও_নির্লজ্জ_মিথ্যাচার_বিএনপির_বিবৃতি_কাদেরের
শেখ হাসিনাকে লক্ষ্যবস্তু করে স্বার্থ হাসিলের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনাকে লক্ষ্যবস্তু করে স্বার্থ হাসিলের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের দাবী করে বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।গণতন্ত্রের বিকাশ ও প্রতিষ্ঠা যতটুকু হয়েছে,তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপির সন্ত্রাসীবাহিনী তাণ্ডবলীলা চালিয়েছে, যা দেশবাসী প্রত্যক্ষ করেছে।সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরও, বিএনপির নেতারা নির্লজ্জ মিথ্যাচার করছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুয়ায়ী সংলাপ হলে আপত্তি নেই।

বুধবার সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রী।সরকার সংলাপের উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে,স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,শর্তহীনভাবে এলে তাদের স্বাগত।তবে সবকিছু হতে হবে সংবিধান মেনে।তিনি আরো বলেন,বিএনপি সংলাপ চায় না,সহিংসতা চায়। কারণ,জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।এসময় অবরোধ আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ করলে,আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।