একটা ভোটও কারচুপির অভিযোগ পেলে ভোটগ্রহণ বন্ধ: হুঁশিয়ারি সিইসির
https://parstoday.ir/bn/news/bangladesh-i132456-একটা_ভোটও_কারচুপির_অভিযোগ_পেলে_ভোটগ্রহণ_বন্ধ_হুঁশিয়ারি_সিইসির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka
  • কাজী হাবিবুল আউয়াল
    কাজী হাবিবুল আউয়াল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেন সিইসি। এসময় তিনি প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ১টা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।

সিইসি বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। আমাদের দেশ নিয়ে বিভিন্ন দেশ কথা বলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশীদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জামিল হাসানসহ অন্যান্যরা।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।