১৪ দলের বৈঠকে অনুপস্থিত মেনন, বললেন- পদত্যাগ করব না
-
রাশেদ খান মেনন
বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমতাসীনদের তোপের মুখে পড়ে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ জোটের জরুরি বৈঠকে অংশ নেয়া থেকে বিরত ছিলেন। আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ।
সম্প্রতি ১৪ দলের শরিকদের মধ্যে নানা ইস্যুতে বিরোধ চাঙ্গা হয়ে ওঠার বিষয়টি দৃশ্যমান হয়। শরিকদের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এ বিরোধ প্রকাশ্যেও আসে। মেননের বক্তব্য নিয়ে ১৪ দলের সভায় আজ ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন নেতা। বিতর্কিত বক্তব্যের কারণে রাশেদ খান মেননের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ১৪ দলের শরীক সাম্যবাদী দলের প্রধান সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া।
তবে, ১৪ দলীয় জোট বা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করব না। আর পদত্যাগের প্রশ্ন আসে না।’
তিনি বলেন, এটাতো শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এরসঙ্গে রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে। ১৯৮৬ সালের নির্বাচনে বলা হয়েছিল মিডিয়া ক্যু হয়েছিল। তারপরওতো সবাই পার্লামেন্টে ছিল। পদত্যাগ না করেও ভোটের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া যায়।’
গতকাল (শনিবার) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে মেনন অভিযোগ করেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই। ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলা পরিষদে পারে না। তাহলে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা, আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি, আজিজ কমিশনের সেই ১ কোটি ১০ লাখ ভোটারের তালিকা ছিঁড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম, নমিনেশন সাবমিট করার পরে, আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না?’
রাশেদ খান মেননের এ বক্তব্যকে মন্ত্রিত্ব না পাওয়ার আক্ষেপ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি, রাশেদ খান মেননের এমন বক্তব্যের পর, সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/ ২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।