হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের মামলার তদন্তে নেমেছে পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i85222-হেফাজত_ইসলামের_বিরুদ্ধে_সাত_বছর_আগের_মামলার_তদন্তে_নেমেছে_পুলিশ
হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের পুরনো মামলা নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এতদিন এসব মামলা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা থাকলেও এখন দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে আগ্রহী হয়ে উঠেছে পুলিশ। সম্প্রতি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার তাগাদা দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২০ ২২:১৯ Asia/Dhaka
  • হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের মামলার তদন্তে নেমেছে পুলিশ

হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের পুরনো মামলা নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এতদিন এসব মামলা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা থাকলেও এখন দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে আগ্রহী হয়ে উঠেছে পুলিশ। সম্প্রতি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার তাগাদা দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেছেন, ‘হেফাজতের এই মামলাগুলো দীর্ঘদিন বিচারাধীন ছিল। মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। এর জন্য চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে।’ তিনি জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এর জন্য বিশেষ কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ডিআইজি বনজ কুমার মজুমদার গণমাধ্যমকে বলেছেন, তারা এখনও কোন কাগজপত্র হাতে পায়নি। কর্তপক্ষের নির্দেশ পেলে তার তদন্ত কাজ শুরু করবে। তদন্তের স্বার্থে আইনগতভাবে যেভাবে আগানোর দরকার, সেভাবে আগানো হবে।
উল্লেখ্য, নাস্তিক ব্লগারদের শাস্তি এবং ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধান এবং  ব্লাসফেমি আইন প্রনয়নের দাবী সহ ১৩ দফা  দাবিতে হেফাজতে ইসলামের ডাকে ২০১৩ সালের ৫ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ করেছিল সারা দেশের মাদ্রাসার কয়েক লক্ষ ছাত্র ও শিক্ষকগণ। পথে পথে পুলিশ ও সরকারী দলের বাধা  উপেক্ষা করে তারা সেদিন ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে অবস্থান নেয়। এ  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ঘটে। এসব ঘটনায় ঢাকাসহ ৭ জেলায় মোট ৮৩টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে তিন হাজার ৪১৬ জনের নাম ধরে এবং ৮৪ হাজার ৭৯৬ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে আসামি করা হয়েছিল। আসামিদের মধ্যে হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের নাম আছে। এসব মামলার মধ্যে শুধু বাগেরহাটে দায়ের হওয়া একটি মামলা নিষ্পত্তি হয়েছে। স্থবির অবস্থায় রয়েছে ৬২টি মামলা। পুলিশ সদর দফতর সূত্র জানায়, সারা দেশে দায়ের হওয়া ৮৩টি মামলার মধ্যে ১৫টি মামলায় ২০১৪ সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে দায়ের হওয়া ৫৩টি মামলার মধ্যে চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় প্রায় ৩০০ নেতার নামসহ অন্তত ৪০ হাজার লোককে আসামি করা হয়। মামলাগুলোর বেশিরভাগই তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরইমধ্যে মুজিববর্ষ উপলক্ষে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণকে কেন্দ্র করে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার ঘটনা ঘটেছে। স্থানীয়  দু’জন মাদ্রাসার শিক্ষক ও দু’জন মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

ওদিকে, নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল ইসলাম বুলবুল। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার দু'টি আবেদনের শুনানির পর আদালত পিবিআইকে অভিযোগ তদন্ত করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আর একটি মামলা রুজু করে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর পুত্র ও  দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মর্মে একটি মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি আইনজীবি এ বি সিদ্দিকী। একই মামলায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মানুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকে মূল আসামি করা হয়েছে।

হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোনের নেতারা বলেছেন,  এক শ্রেণীর লোক দেশের ওলামায়েকেরামদের সঙ্গে সরকারে সংঘাত সৃষ্টির উসকানী দিচ্ছে। সরকারকে আলেমদের মুখোমুখি অবস্থানে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই পুরনো মামলাগুলো নতুন করে সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।##

পার্সটুডে/ আব্দুর রহমান খান// বাবুল আখতার/ ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।