কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাবের যাত্রা শুরু, ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i86420-কিশোরগঞ্জে_আইআরআইবি_ফ্যান_ক্লাবের_যাত্রা_শুরু_৩১_সদস্যবিশিষ্ট_কমিটি_গঠিত
বাংলাদেশে ইসলামি রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ফ্যান ক্লাবের কিশোরগঞ্জ শাখা গঠিত হয়েছে। এটি বাংলাদেশে গঠিত দ্বিতীয় আইআরআইবি ফ্যান ক্লাব। বিশিষ্ট ডিএক্সার, বেতার শ্রোতা ও সংগঠক মোঃ শাহাদত হোসেনকে সভাপতি ও মাসুম কবির সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইতোমধ্যে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
জানুয়ারি ২৬, ২০২১ ১২:০২ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ব্রুশিয়ার হাতে নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাব-কিশোরগঞ্জের কর্মকর্তাবৃন্দ
    রেডিও তেহরানের ব্রুশিয়ার হাতে নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাব-কিশোরগঞ্জের কর্মকর্তাবৃন্দ

বাংলাদেশে ইসলামি রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ফ্যান ক্লাবের কিশোরগঞ্জ শাখা গঠিত হয়েছে। এটি বাংলাদেশে গঠিত দ্বিতীয় আইআরআইবি ফ্যান ক্লাব। বিশিষ্ট ডিএক্সার, বেতার শ্রোতা ও সংগঠক মোঃ শাহাদত হোসেনকে সভাপতি ও মাসুম কবির সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইতোমধ্যে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য, রেডিও তেহরানের ব্রডকাস্ট জার্নালিস্ট মুহাম্মদ আশরাফুর রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ শহরে শ্রোতাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় বিশিষ্ট বেতার শ্রোতা ও সংগঠক মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ বাংলাদেশে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের কথা জানান। তারই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ঢাকায় এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে, যা কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করে যাবে। মোঃ শাহাদত হোসেন সে সময় থেকেই কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে তিনি বেতার শ্রোতাদের নিয়ে কিশোরগঞ্জ ও কটিয়াদিতে একাধিক সভা করেন। তারই ফলশ্রুতিতে সম্প্রতি ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ শাখা গঠিত হয়।

কিশোরগঞ্জে বেতার শ্রোতা আড্ডা

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম শান্ত, গিয়াস উদ্দিন আহম্মেদ, জসীম উদ্দিন বিশাল, এসডি সোহেল প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না, সহ-অর্থ সম্পাদক শারমিন আক্তার রিমা, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সংস্কৃতি সম্পাদক রমজান আলী রবিন, সহ-সংস্কৃতি সম্পাদক দ্বীন মোহাম্মদ অমিত, ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম তামিম, সহ-ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য যথাক্রমে এমডি সবুজ মাহমুদ, শহীদুল ইসলাম সানি, মাসুদ রানা, এ জি এম ফাইজু মিয়া, ফাতেমা আক্তার রত্না, মো. আতিকুল ইসলাম আতিক, শরীফ মিয়া, প্রশান্ত রায়, মোঃ শাহ আলম, মোঃ পলাশ মিয়া, রুহুল আমিন ও শাইরা হোসেন ম।

কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের খবরে রেডিও তেহরানের ব্রডকাস্ট জার্নালিস্ট মুহাম্মদ আশরাফুর রহমান বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচারিত বাংলা বেতার কেন্দ্রগুলো যখন শ্রোতাবান্ধব কর্মসূচি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে তখন রেডিও তেহরানের বাংলা বিভাগ মাসিক কুইজ প্রতিযোগিতা এবং মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করে পুরস্কার ও সনদ প্রদান করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতে শ্রোতাদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন, ই-কিউএসএল কার্ড বিতরণ, শ্রোতাদের লেখা চিঠি ওয়েবসাইটে গুরুত্ব দিয়ে প্রকাশ, নানা ধরনের শুভেচ্ছা কার্ড বিতরণ, ব্রুশিয়ার প্রকাশ এবং শ্রোতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ তৈরিসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির কারণে নিস্ক্রিয় শ্রোতাবন্ধুরাও আবার রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে শুরু করেছেন এবং নিয়মিত চিঠি লিখছেন। শ্রোতাদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাব।”

আইআরআইবি ফ্যান ক্লাবের সমন্বয়ক আশরাফুর রহমান আরও বলেন, ঢাকার পর কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের বিষয়টি দেশের অন্যান্য বিভাগ ও জেলার শ্রোতাবন্ধুদেরকে একই ধরনের ক্লাব গঠনে উৎসাহ জোগাবে। এক্ষেত্রে রেডিও তেহরান বাংলা বিভাগ সাধ্যানুযায়ী ক্লাবগুলোকে সহযোগিতা করে যাবে। তিনি কিশোরগঞ্জে নবগঠিত ক্লাবের কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানান।

‘আইআরআইবি ফ্যান ক্লাব, বাংলাদেশ’র সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “রেডিও তেহরানের শ্রোতারা যেভাবে সংগঠিত হচ্ছে, তা খুবই ইতিবাচক। আমরা এভাবে সারা দেশের শ্রোতাদেরকে নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব গঠন করব, রেডিও তেহরানের অনুষ্ঠানকে পৌঁছে দেবো প্রত্যন্ত অঞ্চলসহ বেতারপ্রেমী প্রতিটি মানুষের কাছে।”#

পার্সটুডে/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।