প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ পুলিশী হামলায় পণ্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i88036-প্রেসক্লাবের_সামনে_ছাত্রদলের_প্রতিবাদ_সমাবেশ_পুলিশী_হামলায়_পণ্ড
বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়াতাবাদী ছত্রদলের পুর্বঘোষিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এক প্রতিবাদ সমাবেশ পুলিশী হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছাত্রদলের নেতা-কর্মী ও বেশ কয়েকজন পুলিশ সদস‌্য আহত হন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৫৫ Asia/Dhaka
  • প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ পুলিশী হামলায় পণ্ড

বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়াতাবাদী ছত্রদলের পুর্বঘোষিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এক প্রতিবাদ সমাবেশ পুলিশী হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছাত্রদলের নেতা-কর্মী ও বেশ কয়েকজন পুলিশ সদস‌্য আহত হন।

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হওয়ার  কথা ছিল।  

পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টার দিকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর নেতা-কর্মীদের একটি অংশ প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বেরিয়ে সড়কে বসে পড়েন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে তুলে দেয়। তারপরই এলাকায় উপস্থিত ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। 

এ সময় প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ছাত্রদলের কর্মীরা। এরপর পুলিশ মুহুর্মুহ টিয়ারশেল নিক্ষেপ করে। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেয়ার কথা থাকলেও তিনি আসার আগেই সেখানে রণক্ষেত্র শুরু হয়।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।