বাংলা নববর্ষ:
বিশ্ব সংস্কৃতিতে বাঙালি জাতির নববর্ষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ: গওসাল আযম সরকার
-
এএফএম গওসাল আযম সরকার
ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন: বিশ্ব সংস্কৃতিতে বাঙালি জাতির নববর্ষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন উপলক্ষে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এএফএম গওসাল আযম সরকার আজ (বুধবার) এ কথা বলেন।
অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত ওই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গওসাল আযম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, ইরানি সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ আলমগীর হোসেন বলেন:পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব,অসাম্প্রদায়িক এক সার্বজনীন উৎসব। তিনি বলেন "জাতির জনক শেখ মুজিবুর রহমান বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির ভিত্তি সুদৃঢ় করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইরানে বনবাসরত সাংবাদিক এজাজ হোসেন, দূতালয় প্রধান মোঃ হুমায়ুন কবির, কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন, ইরানি সাংস্কৃতিক কর্মী মাসিহ মীর হোসেইনি, ফার্সি একাডেমির সদস্য ড. রাহিমি, বাংলাদেশে অধ্যয়নরত ইরানি শিক্ষার্থী এস, সারা নাযাফি প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সাহাদ চৌধুরি, কবি ও সাংবাদিক নাসির মাহমুদ, ছড়াকার সৈয়দ মুসা রেজা, আমির হোসেন ও জাহিদুল ইসলাম। শিশুদের অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেয় ফেরেশতে জাহরা ও গাজি রোদসী স্বপ্নীল। নৃত্য পরিবেশন করে সারা আযমি ও এসএম সিফাত হোসেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।