বাংলাদেশে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে: শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i99196-বাংলাদেশে_২০২২_সালের_এসএসসি_ও_সমমানের_পরীক্ষা_পেছাচ্ছে_শিক্ষামন্ত্রী
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে।  সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৭, ২০২১ ১৭:০৬ Asia/Dhaka
  • ব্রিফিং করছেন ডা, দীপু মনি
    ব্রিফিং করছেন ডা, দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে।  সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।

আজ (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী আরো জানান, এ বছর  এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। বিদেশের ৯ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দেবে ৪২৯ জন। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে।

'স্কুল টিকা কার্যক্রম শুরু হবে এক সপ্তাহের মধ্যে'

স্কুল শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাসের টিকা কার্যক্রম এক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে  ডা. দীপু মনি বলেন, ‘স্কুলে টিকা কার্যক্রম খুব শিগগির শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে। এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যে আমরা টিকা দেওয়া শুরু করতে পারব।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।