নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাভির ও স্মোটরিচ
https://parstoday.ir/bn/news/event-i138226-নেতানিয়াহু_সরকারের_পতন_ঘটানোর_হুমকি_দিলেন_বেন_গাভির_ও_স্মোটরিচ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন তার দুই উগ্র ডানপন্থি মন্ত্রী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০২, ২০২৪ ১০:২৩ Asia/Dhaka
  • (বামে) ইতমার বেন গাভির
    (বামে) ইতমার বেন গাভির

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন তার দুই উগ্র ডানপন্থি মন্ত্রী।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির শনিবার রাতে যৌথভাবে এই হুমকি দেন। তারা যখন এ হুমকি দেন তখন রাজধানী তেল আবিবে হাজার হাজার ইসরাইলি বাইডেনের প্রস্তাব মেনে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে গাজায় আটক পণবন্দিদের মুক্ত করে আনার দাবি জানাচ্ছিলেন।

বেন গাভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা মেনে নিলে তা হবে ইসরাইলের ‘সম্পূর্ণ পরাজয়’। আমরা কোনো অবস্থাতেই হামাসকে ধ্বংস না করে যুদ্ধ বন্ধ করতে দেব না।  তিনি বলেন, নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে যার ফলে জোট সরকারের পতন হবে।

অর্থমন্ত্রী স্মোটরিচও একই ধরনের হুমকি দিয়েছেন। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের ৬৪টি আসন রয়েছে যার মধ্যে বেনগাভির ও স্মোটরিচের নেতৃত্বাধীন দুই দলেরই রয়েছে ১৪টি আসন। ২০২২ সালের নির্বাচনে ওই দুই দল যৌথভাবে অংশ নিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার যে পরিকল্পনা তুলে ধরেন তা বাস্তবায়িত হলে, সকল পণবন্দির মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে, উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানকার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে।

হামাস বাইডেনের পরিকল্পনা ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে বলেছেন, হামাসকে ধ্বংস না করে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন না। অবশ্য ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার রাতে জানিয়েছে, প্রাথমিকভাবে বাইডেনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়ছে তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২                                                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।