গাজায় নিজ বন্দিদের হত্যার কথা স্বীকার করল ইসরাইল
(last modified Tue, 23 Jul 2024 06:40:12 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১২:৪০ Asia/Dhaka
  • গাজায় নিজ বন্দিদের হত্যার কথা স্বীকার করল ইসরাইল

২৯০ দিনের যুদ্ধের পর ইহুদিবাদী সেনাবাহিনী অবশেষে এই সরকারের সেনাদের হাতে গাজা উপত্যকায় কয়েক ডজন ইহুদিবাদী বন্দিকে হত্যার কথা স্বীকার করেছে।

ইহুদিবাদী রেডিও ও টেলিভিশন সংস্থা আজ (সোমবার) গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হাতে কয়েক ডজন ইহুদিবাদী বন্দিকে হত্যার কথা স্বীকার করেছে। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এইসব মিডিয়া জানিয়েছে: ২ ইসরায়েলি বন্দি "অ্যালেক্স ডাটসনিগ এবং "যুগাভ বুখস্তাভ" গত ডিসেম্বরে গাজায় নিহত হয়।

ইসরাইল তার সেনাদের হাতেই এইসব বন্দির নিহত হওয়ার সংবাদ প্রচারের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 

এ বিষয়ে ইহুদিবাদী রেডিও ও টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে যে: গাজায় অবশিষ্ট মোট ১২০ জন বন্দির মধ্যে ৪৬ জন ইসরাইলি হামলায় নিহত হয়েছে। 

এর আগে হামাস আন্দোলনের সামরিক শাখা "এজ্জেদিন আল-কাস্‌সাম"  ইহুদিবাদী বন্দিদের পরিবারের উদ্দেশে এক বার্তায় ঘোষণা করেছিল: সেনাবাহিনী আপনাদের সঙ্গে প্রতারণা করছে এবং তারা কেবল বন্দিদের কফিনে করে  ফিরিয়ে নিতে চায়। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ ৭ অক্টোবর এক আকস্মিক অভিযানে গাজা উপত্যকা সংলগ্ন ইহুদিবাদী বসতিতে প্রবেশ করে এবং প্রায় ২৫০ জন ইহুদিবাদীকে বন্দি করে।

এক বন্দি-বিনিময় ও অস্থায়ী যুদ্ধ-বিরতি চুক্তির আওতায় হামাস প্রায় ১০০ ইসরাইলি বন্দিকে মুক্তি দেয়। ইসরাইল বাদবাকি বন্দিদের সামরিক উপায়ে তথা আগ্রাসনের মাধ্যমে মুক্ত করার জন্য গত প্রায় নয় মাস ধরে সর্বাত্মক প্রচেষ্টা চালানো সত্ত্বেও এখনও সফল হয়নি। ফলে এ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরাইলিদের ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং তারা প্রায়ই নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গণ-বিক্ষোভ করে আসছে।#

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।